নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঠাকুরদ্বারা চুঙ্গিপুরের একটি বিদ্যালয়ের ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, উন্মুক্ত আকাশের নীচে আসবাবপত্রহীন খোলা ক্লাসরুমের মধ্যে এক জন শিক্ষিকা চেয়ারে বসে মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছেন। আর গোটা কয়েক জন ছাত্র-ছাত্রী নীচে মাটিতে বসে লিখছে। আর দু’জন ছাত্র দাঁড়িয়ে শিক্ষিকার কাঁধ ম্যাসাজ করে দিচ্ছে। ‘প্রিয়া রাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, এক জন এলাকাবাসী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করে। পাশাপাশি প্রাথমিক বিভাগের শিক্ষিকা এই কাণ্ডটি ঘটিয়েছেন বলে দাবী করা হয়েছে। এই বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসার পর তারা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই নেটাগরিকরা ক্ষোভ ফেটে পড়েছেন। আর অভিযুক্ত শিক্ষিকার কড়া শাস্তির দাবী তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here