নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল দক্ষিণ দিনাজপুরের লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করানোর অভিযোগ উঠলো বিদ্যালয়ের এক জন শিক্ষিকার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে আজ সকালবেলা বিদ্যালয়ের সামনে পড়ুয়াদের অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়লেন।
বিদ্যালয় সূত্রে খবর, বিদ্যালয়ে আসার সময় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর জুতোয় নোংরা লেগে গিয়েছিল। হাঁটাচলার সময় ভুলবশত তার জুতো অভিযুক্ত শিক্ষিকার জুতোয় লেগে যায়। ফলে জুতোও নোংরা হয়ে যাওয়ায় ওই ছাত্রীকে নিজের জুতো পরিষ্কার করতে দেন। পরে ওই ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরে সেই ঘটনার কথা মাকে জানায়। বিষয়টি জানাজানি হতেই এদিন অভিভাবকেরা বিদ্যালয়ে জড়ো হয়ে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ চালান। পাশাপাশি অভিযুক্ত শিক্ষিকার সাথেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযুক্ত শিক্ষিকা ত্রিনয়নী সাহা কুন্ডু অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘ছাত্রীর পায়ে লেগে থাকা নোংরা অসাবধানতাবশত আমার জুতোতেও লেগে যায়। সে যখন জুতো ধুতে যাচ্ছিল, তখন আমি বলেছিলাম, আমার জুতো তুই পরিষ্কার করে দিস। আমি অনুরোধই করেছিলাম। জোর করে জুতো ধুইয়ে নিয়েছি, এই অভিযোগ ভিত্তিহীন।’’ এরপর পুলিশ ও বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধিরা অভিভাবকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। আর শেষমেশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে পুনরায় পঠনপাঠন শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here