অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের এক জন কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। যা নিয়ে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। ওই অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই কালীচরণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যা বলার মেয়র সাহেব বলবেন।”
জানা যায়, অয়ন ঘোষ দস্তিদার কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করে বলেন, ‘‘কালীচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলেন।’’ এদিকে ফিরহাদ হাকিম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বলেছেন, ‘‘আমি এই ব্যাপারে কিছু জানি না। সংবাদমাধ্যম থেকে এইমাত্র জানতে পারলাম। যদি এমন কোনো অভিযোগ থাকে, আমাকেই তো বলতে পারত। আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনো অভিযোগ আসে, যার ভিত্তি নেই, তাকে আমি সরাব কি করে? এই অভিযোগের কথা আগে কোনোদিন শুনিনি।’’
Sponsored Ads
Display Your Ads Here
পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে জানিয়েছেন, ‘‘কালী টাকা তোলে, আগেই আমি বলেছিলাম। তপসিয়ায় ২০০ কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন তৈরী হচ্ছে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই টাকা জোগাড় করার। যিনি ওই ভবন তৈরীর দায়িত্বে আছেন, কালী টাকা তুলে তাঁকেই দিচ্ছেন। আমি অনেক আগে এই অভিযোগ করেছি। কালীর সাতটা ফ্ল্যাট আছে। পার্থ চট্টোপাধ্যায়দের চেয়েও ওঁর সম্পত্তি বেশী।’’
Sponsored Ads
Display Your Ads Here