নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ সোমবার রাতে জম্মু-কাশ্মীরের উধমপুরের সোহান গ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর এক জন সদস্যের মৃত্যু হয়েছে। নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। তবে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও চলছে।

এ দিন দুপুরে জম্মু-কাশ্মীর পুলিশের কাছে খবর আসে, উধমপুরে ৩ জঙ্গি লুকিয়ে রয়েছে। তার পরেই শুরু হয় অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং ভারতীয় সেনার যৌথ বাহিনী তল্লাশিতে নামে। রাত ৯টা নাগাদ উধমপুরের সোহান গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পাশের জঙ্গল থেকে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। রীতিমতো গুলির লড়াই বেঁধে যায়। সেই সময়েই গুলিবিদ্ধ হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শহিদ নিরাপত্তা কর্মী স্পেশাল অপারেশনস গ্রুপের সদস্য ছিলেন। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। X হ্যান্ডলে WhiteKnightCorps পোস্টে লিখেছে, ‘সোহান গ্রামে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই বেঁধে যায়। অভিযান এখনও চলছে।’
Sponsored Ads
Display Your Ads Here









