নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ অমরনাথে ভারী বৃষ্টি চলছে। সাথে কোথাও কোথাও ধসও নেমেছে। এরই মধ্যে অমরনাথ যাত্রায় যাওয়ার পথে পাথর ছিটকে এসে ১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আর তিন জন আহত হয়েছেন। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি বিচার করে ও পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ সাময়িক ভাবে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে।
সূত্রের খবর, বুধবার জম্মু-কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। ওই সময় পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে এক জন পুণ্যার্থীর গায়ে লাগতেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর ধসের কবলে পড়ে আরো তিন জন পুণ্যার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসাশিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আবার ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ী রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এর জেরে দু’জন পুণ্যার্থী এর মধ্যে পড়ে ভেসে যাচ্ছিলেন। তবে অন্য পুণ্যার্থীরা তাদের উদ্ধার করেন।
আপাতত যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে। মূলত অমরনাথ যাত্রার দু’টি পথ। একটি নুনওয়ান-পহেলগাঁও রুট। এই পথটি আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ। আর একটি বালতাল রুট। এটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ। এই পথটি সংক্ষিপ্ত হলেও খাড়াই ও বেশ ঝুঁকিবহুল। প্রসঙ্গত, গত ৩ রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। আগামী ৯ ই অগস্ট পর্যন্ত চলবে। চলতি বছরে এখনো অবধি দু’লক্ষ পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here