নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল এক ব্যক্তি হাওড়া স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতেই কর্তব্যরত আরপিএফের তাকে দেখে সন্দেহ হতেই প্রথমে তারা গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু অসংলগ্ন উত্তর পাওয়ায় তদন্তকারীরা ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশির জন্য খুলতেই তদন্তকারীদের চক্ষু চড়কগাছ। ভিতরে থরে থরে টাকা সাজানো ছিল। পরে দেখা যায়, ব্যাগে ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ ছিল। ওই ব্যক্তি কোথা থেকে কোথায় এই বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন? এই সমস্ত প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি। পাশাপাশি ওই ব্যক্তি টাকাগুলি রাখার জন্য কোনো নথিও দেখাতে পারেননি।

এরপরই ওই ব্যক্তিকে আইনী পদক্ষেপের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া টাকা আইনী প্রক্রিয়ার জন্য আরপিএফ পোস্ট হাওড়া সেন্ট্রালে রাখা রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ভাবে অনুমান, ওই টাকা বেআইনী ভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, আর কি উদ্দেশ্যই বা রয়েছে? তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, সম্প্রতি নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে এক জন যাত্রীর ব্যাগ থেকে নগদ সত্তর লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল।










