নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ রেলের চাকরী পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে হাওড়ার শালিমারে জিআরপির হাতে এক জন গ্রেফতার হয়েছে। ধৃতের নাম বিনোদ সাউ।

সূত্রের খবর, ১১ ই ডিসেম্বর প্রতারিত এক জন ব্যক্তি শালিমার জিআরপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জানান যে, “রেলের চাকরী পাইয়ে দেওয়ার নামে একাধিক মানুষের থেকে প্রায় ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।” পুলিশ ওই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে। এরপর রেল পুলিশ গোপন সূত্রে বিনোদ সাউয়ের কথা জানতে পারে। তিনি আদতে একজন ব্যবসায়ী ও রেলের স্ক্র্যাপ কেনাবেচার কাজ করেন। ওই সুবাদে রেলের বিভিন্ন দপ্তরে যাতায়াত ছিল। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বিনোদ সাউ প্রথমে মুর্শিদাবাদের তিন জন যুবককে রেলে চাকরী পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে দশ লক্ষ টাকা করে মোট ত্রিশ লক্ষ টাকা আদায় করেন। কিন্তু টাকা পাওয়ার পর থেকে বিনোদ সাউয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে শেষ অবধি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর বিনোদ সাউয়ের কাছ থেকে একাধিক জাল পরিচয়পত্র, সিম কার্ড সহ দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের দু’টি জাল রবার স্ট্যাম্প পাওয়া গিয়েছে। কিন্তু এই প্রতারণা চক্রের জাল কতদূর পৌঁছেছে? এই ঘটনার সাথে কারা যুক্ত? তা বিনোদ সাউকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here









