Indian Prime Time
True News only ....

জাতীয় সড়কের একটি লেন জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত যানচলাচল

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ক্রসিং জলমগ্ন হয়ে পড়ায় একটি লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলো। আজ প্রশাসনিক আধিকারিকেরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

১১৭ নম্বর জাতীয় সড়কের অংশ কোনা এক্সপ্রেসওয়ে দূরপাল্লার যান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সপ্রেসওয়ে সর্বদা যাতে যানজট মুক্ত থাকে, সেজন্য বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাগামী নতুন একটি লেনের সূচনা করেছিলেন। কিন্তু অল্প বৃষ্টিতেই এই লেনে জল জমে যায়। চলতি বছর বর্ষাতেও একই ছবি দেখা গিয়েছে। আর অল্প বৃষ্টিতেই ওই রাস্তায় এতটা জল জমে গিয়েছে যে, আপাতত যান চলাচল বন্ধ। চারটি পাম্প চালিয়েও জল নামানো যাচ্ছে না।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

স্থানীয়দের অভিযোগ, ‘‘পরিকল্পনা ছাড়া রাস্তা তৈরীতে এই ধরণের সমস্যা সৃষ্টি হয়েছে।’’ ইতিমধ্যে হাওড়ার জেলাশাসক, পুলিশ কমিশনার ও হাওড়া পুরসভার আধিকারিকেরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখে জানান, ‘‘ওই জায়গায় একটি নিকাশি নালা রয়েছে। যেটা ব্লক হয়ে গিয়েছে। ফলে জলনিকাশির জন্য ড্রেনটি আরো বড় করে তৈরী করা হবে এবং অতিরিক্ত পাম্প চালিয়ে ড্রেন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হবে। এরপর পাকাপাকি ভাবে সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored