ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ গতকাল বিকেলবেলা থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিল্পশহর ফয়সলাবাদ সহ বেশ কিছু এলাকায় উন্মত্ত জনতা ভাঙচুর চালিয়ে একের পর এক গির্জায় আগুন ধরিয়ে দিচ্ছে। সংখ্যালঘু খ্রিস্টান মহল্লার বাড়িগুলিতেও অবাধে লুটপাট চালাচ্ছে। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
এখানে প্রায়শই ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের উপর হামলা, মন্দিরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে থাকে। এবার একই অভিযোগে পাক কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলি খ্রিস্টানদের নিশানা করেছে বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর অনুযায়ী, পঞ্জাবের জারনওয়ালায় ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ দুই জন খ্রিস্টান যুবককে গ্রেফতার করার পরেই উত্তেজনা ছড়ায়। ফলে চার্চ ও খ্রিস্টান মহল্লাগুলি আক্রান্ত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পাকিস্তানে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা নিয়ে এদিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের বিদেশ দপ্তরের মুখপাত্র বেদান্ত পটেল জানান, ‘‘পঞ্জাব প্রদেশে খ্রিস্টানদের বিরুদ্ধে হিংসার ঘটনায় ওয়াশিংটন উদ্বিগ্ন। পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্বাধীন মতপ্রকাশের কণ্ঠরোধ করা হয়। অবিলম্বে পাকিস্তান সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here