নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার ব্যাঁটরায় কিছু যুবক ১২ টি পথ কুকুরদের উপরে নির্যাতন চালিয়ে বিষাক্ত খাবার খাইয়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কালীপুজোর রাতেরবেলা পাড়ারই কয়েকজন বাসিন্দা ১২ টি কুকুরকে নিয়ে গিয়ে মারধর করার পাশাপাশি বিষাক্ত খাবার খাইয়ে দেয়। এদের মধ্যে একটি কুকুরের উপরে বেশী পরিমাণ শারীরিক নির্যাতন করা হয়। ফলে সেই কুকুরটির অবস্থা গুরুতর। গতকাল অবধি অন্য কুকুরগুলিও ঝিমিয়ে ছিল।
কুকুরের উপরে শারীরিক নির্যাতনের পরই থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।