নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পর বহরমপুরের গোরাবাজার ঘাটে কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ সকালবেলা এলাকাবাসীরা ভাগীরথী নদীর ঘাটে কুমির দেখতে পেয়েছেন বলে দাবী করেন। বিষয়টি চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝিরা নৌকা করে মাছ ধরছিলেন। সেই সময় একটি বৃহদাকার প্রাণী জালে আটকে যায়। আর সেটিকেই কুমির বলে দাবী করা হয়েছে। কিন্তু কুমিরটি ধরা পড়ার পরই জাল ছিঁড়ে পুনরায় জলে চলে গিয়েছে।