নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় তিন জন। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু হয়।
জানা গেছে, বাম ও কংগ্রেস প্রার্থীরা চোপড়ায় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলের উপর গুলি চালায়। এতে মনোনয়ন জমা দিতে যাওয়া বিরোধী প্রার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানান, ‘‘বামেদের নিজেদের মধ্যে গোলমালের জেরেই গুলি চালনার ঘটনা ঘটেছে।আমাদের কোনো কর্মী-সমর্থক যাননি। এদিকে গত কয়েক দিন থেকে ওরা মনোনয়ন জমা দেওয়ার লোক পায়নি। আজ শুনলাম প্রায় চারশো জন লোক নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে যাবেন। রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করেছে। আর সহানুভূতি পেতে নাটক করছে।’’