নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গ্যাংটক ঘুরে শিলিগুড়িতে ফেরার পথে ১০ নম্বর জাতীয় সড়কে অরেঞ্জ ভিলার কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে রাঁচি সেন্ট জেভিয়ার্স কলেজের ২২ জন পড়ুয়াদের একটি বাস।
সূত্র মারফত খবর যে, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সিকিমের তাদংয়ের ছয় মাইলের কাছে একটি বড়ো পাথরে গিয়ে ধাক্কা মারতেই বাসটি সেখানেই উল্টে পড়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই ঘটনায় ২২ জন কলেজ পড়ুয়াই বাসের ভিতরে আটকে পড়ায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরাই একে একে উদ্ধার কাজ শুরু করেছেন। তবে এখনো অবধি এই ঘটনায় কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি।