নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতেরবেলা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ছয় নম্বর জাতীয় সড়কে দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন হলেন ১ জন স্বর্ণ ব্যবসায়ী। এরপর তার ব্যাগ ভর্তি টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শুরু হয়। মৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম সমীর পড়িয়া। বয়স ৩৭ বছর।
জানা গেছে, সমীরের জিঞদা বাজারে একটি গহনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো এদিনও দোকান বন্ধ করে জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিল। কিন্তু কোলাঘাট থানার দেউলবাড় এলাকায় সবিতা রাইস মিলের কাছে হঠাৎ সমীরকে কয়েক জন দুষ্কৃতী ঘিরে ধরে মাথা লক্ষ্য করে গুলি চালায়। আর তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর স্থানীয়রা সমীরকে উদ্ধার করেন। তবে ততক্ষণে সমীর মারা যায়। স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পরে কোলাঘাট ও পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে। তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতের বাড়িতে খবর পাঠান।