একই দিনে গ্রামের তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ত্রস্ত গ্রামবাসী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারের ওর গ্রামে পর পর তিনটি কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই গ্রামের রায়পাড়ায় খেপি মায়ের মন্দির রয়েছে। ৩০০ বছর ধরে এখানে মা কালীর পুজো হয়ে আসছে। বিভিন্ন সময় ভক্তরা মা কালীকে সোনা-রুপোর গহনা দিয়ে মানত করে যান।

জানা যাচ্ছে, গতকাল রাতেরবেলা এই মন্দির থেকে দশ ভরি সোনার গহনা ও পাঁচ কিলো রুপোর গহনা চুরি গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানান, ওই গহনার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এছাড়া গ্রামেরই রায়পাড়ায় আরো একটি মন্দির রয়েছে। সেখানে মা কালী ছোটো মা নামে পরিচিত। আর এই মন্দির থেকেও এক ভরি সোনার গহনা এবং চার ভরি রুপোর গহনা চুরি হয়েছে।

পাশাপাশি ওই গ্রামের নতুন পাড়ায় যে বড়মায়ের মন্দির রয়েছে সেখানেও ৩৫০ বছর ধরে বড়মায়ের পুজো হয়ে আসছে। এদিন এই মন্দিরেও পাঁচ ভরি সোনার গহনা ও একশো ভরি রুপোর গহনা চুরি হয়ে গিয়েছে। সব মিলিয়ে একই এলাকায় পর পর তিনটি মন্দিরে ঠাকুরের গহনা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকে এই বিষয় জানানো হলে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram