নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দেশজুড়ে বনধে্র ডাক দলিত ও আদিবাসী সংগঠনের। পিছিয়ে পড়া শ্রেণির আরও বেশি সংরক্ষণ ও প্রতিনিধিত্বের দাবিতে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে আজ। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীম সেনা সহ একাধিক দল এই বনধকে সমর্থনও জানিয়েছে। এর ফলে আজ, বুধবার ট্রেন চলাচল থেকে সরকারী-বেসরকারী বিভিন্ন পরিষেবা ব্যাহত হতে পারে বলেই অনুমান।
ন্যাশনাল কনফেডারেশন অব দলিত অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশনের তরফে একাধিক দাবি জানিয়ে আজকের বনধের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতিই সুপ্রিম কোর্টে জনজাতি-উপজাতিদের সংরক্ষণে ক্রিমি লেয়ার ও পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে যে বিভাজন তুলে ধরা হয়েছে, তারই বিরোধিতা করেছে এই সংগঠন। তাদের দাবি, পিছিয়ে পড়া শ্রেণির মধ্যেও এই শ্রেণিবিভাজন জনজাতি-উপজাতিদের সাংবিধানিক অধিকার খর্ব করছে। সরকার যেন সুপ্রিম কোর্টের এই রায় গ্রহণ না করে। সংগঠনের তরফে জনজাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণের জন্য সংসদে একটি নতুন আইন আনার দাবিও জানানো হয়েছে।
পাশাপাশি সরকারি ক্ষেত্রে কত জনজাতি, উপজাতি এবং ওবিসি কর্মী রয়েছে, তার জাতি ভিত্তিক তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে যে সংরক্ষিত শূন্যপদ রয়েছে, তাও অবিলম্বে পূরণের দাবি জানানো হয়েছে। ভারত বনধ নিয়ে কোনও রাজ্য সরকারই নির্দেশিকা জারি না করলেও, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, হাসপাতাল, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা চালু থাকবে। এই বনধকে সমর্থন জানিয়েছে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সহ একাধিক ছোট-বড় রাজনৈতিক দল।