স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের হামলা ও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কল্যাণী সগুনা অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতেরবেলা সগুনা অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ সরকার তার বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেইসময় হঠাৎই তিনটি মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
এরপরে দুষ্কৃতীরা চলে যাবার সময় মোটরবাইকটি পুকুরে ফেলে দিয়ে পর পর দুটি বোমাবাজি করে চলে যায় বলেও অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের ছোঁড়া বোমের ঘায়ে বিশ্বজিৎ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী জিএনএম হাসপাতালে নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=ZBV4wdnZKuU
আজ সকালে বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে কি কারণে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ তদন্তে নেমেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=HNllXkHG3vI