অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী ৮ ই আগস্ট অর্থাৎ সোমবার বেলা ১১ টার মধ্যে সিবিআই গোরু পাচার মামলায় আবারও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে। সম্প্রতি সিবিআই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায়। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ অনেকের বাড়িতেও তল্লাশি চালায়।
আর সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। সম্ভবত সিবিআই সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই এবার জেরা করতে পারে। এর আগে তাঁকে গোরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ বার নোটিশ দেওয়া হয়েছিল। পঞ্চম নোটিশের পর কলকাতায় এসে নিজাম প্যালেসের পর এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্র সিবিআই ষষ্ঠ নোটিশ পাঠালে অনুব্রত মণ্ডল হাজিরা দেন। প্রায় চার ঘন্টা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলেও সেই জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়নি। প্রসঙ্গত, এর আগে তার নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তির খোঁজ পেয়ে সায়গলকে গ্রেফতার করা হয়েছে। গোরু পাচারকাণ্ডের সাথে তার কয়লা পাচার কাণ্ডেও নাম জড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
সম্প্রতি সায়গল ঘনিষ্ঠ মহম্মদবাজারে পেট্রোল পাম্পের মালিক টুলু মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালানো হলে বিপুল সংখ্যক জমির দলিল, কিছু দামী গাড়ির কাগজপত্র, ৪০ টির বেশী ডাম্পারের নথি, বেশ কিছু অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, টাকা লেনদেনের কিছু নথি ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার হলে তা বাজেয়াপ্ত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, টুলু মণ্ডলের সিউড়িতে মোট তিনটি বাড়ি রয়েছে। এর পাশাপাশি তার মোট তিনটি পেট্রোল পাম্প সিল করে দেওয়া হয়েছে।