নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আশঙ্কা করা হচ্ছে যে, যেভাবে দ্বিতীয় তরঙ্গ ডেল্টার প্রভাবে সমগ্র ভারত জুড়ে সংক্রমণ চরম পর্যায়ে পৌঁছেছিল এবারও ঠিক ওমিক্রনের কারণে একইরকম ছবি দেখা যেতে পারে।
ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের অধিকর্তা চিকিৎসক ক্রিস্টোফার মারে জানান, “দু’মাসের মধ্যেই বিশ্ব জুড়ে ৩০০ কোটি মানুষ ওমিক্রনে আক্রান্ত হবেন। আর ওমিক্রনের এই তরঙ্গে ভারতবর্ষেও বিপুল সংখ্যক মানুষ সংক্রমিত হবেন”।
তবে বেশীরভাগ মানুষের ভ্যাক্সিনেশন হয়ে যাওয়ায় করোনার মৃদু উপসর্গ ধরা পড়বে। কিন্তু ওমিক্রন যে বিপুল সংখ্যক মানুষকে সংক্রমিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনোরকম কোভিড বিধিনিষেধই এক্ষেত্রে কার্যকর হবে না। জানুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে ওমিক্রনের প্রভাব চরমে পৌঁছাবে”।
তখন বিশ্ব জুড়ে দৈনিক সাড়ে তিন কোটি মানুষ করোনা আক্রান্ত হবেন। গত বছরের এপ্রিল মাসে ডেল্টার প্রভাবে যে সংক্রমণ হয়েছিল তার তুলনায় এবার তিন গুণ বেশী মানুষ সংক্রমিত হবেন। আর জানুয়ারীর শেষের দিক থেকে ফেব্রুয়ারীর শুরুতে ভারতবর্ষে ওমিক্রন সংক্রমণ ভয়ানক পর্যায়ে পৌঁছাবে।