ওয়েব ডেস্কঃ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হলো ই-কমার্স সাইট OLX এ। রীতিমতো নরেন্দ্র মোদির ছবি পোস্ট করে বারাণসীর সাংসদ কার্যালয়টি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে গোটা বারাণসীতে।
অনলাইন সাইট OLX এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীর দপ্তর বিক্রির জন্য একটি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল। যেখানে মোদির সাংসদ কার্যালয়টিকে একটি ভিলা হিসেবে দেখানো হয়েছিল। যাতে বাড়িটির যাবতীয় তথ্য এমনকি ৪ টি ঘর, ৪ টি শৌচাগার, এবং প্রায় সাড়ে ৬ হাজার স্কোয়ার ফুটের ফাঁকা জায়গার ছবিও পোস্ট করা হয়েছিল। আর বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৭ কোটি টাকা। যা দেখামাত্রই হকচকিয়ে যায় সকলে।
ঘটনাটি জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেতেই বারাণসী পুলিশ আগে ওই সাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেয়।সূত্রের ভিত্তিতে জানা যায় লক্ষ্মীকান্ত ওঝা নামের এক ব্যক্তি OLX এ বিজ্ঞাপনটি দিয়েছিলেন। পুলিশ এখন তারই খোঁজ চালাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।