গগন সিংঃ রাজস্থানঃ করোনার ভয়াবহ পরিস্থিতির জেরে বেলাগামহীন সংক্রমণে লাগাম টানতে গতকাল থেকে রাজস্থান সরকার রেড অ্যালার্ট জারি করেছে। এই নির্দেশিকাকে কার্যকরী করতে খোদ এস পি অনিল বেনীবাল অ্যাডিশনাল এস পি অনিল চৌহান সহ সিটি সিও দীপক শর্মার সাথে কৌতবালী থানায় পৌঁছে অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে প্রায় তিন ঘণ্টা সমগ্র শহরের প্রধান বাজারগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন।
https://www.youtube.com/watch?v=IQ7kJAmSW4k
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=CDOwCvB3t8Q
বাজারের ভীড় দেখে এস পি অনিল বেনীবাল খুব রেগে যান। তিনি জানান, প্রশাসনের কড়া নির্দেশিকায় বলা হয়েছে যে, বেলা ১২ টার পর কারফিউ জারি থাকবে। এই সময়ের মধ্যে সব দোকান-বাজার যেন বন্ধ হয়ে যায়। যেন কেউ বাইরে না বের হয়। যদি নির্দিষ্ট সময়সীমার পরেও কেউ দোকান-বাজার খোলা রাথে তবে সেই সমস্ত দোকান সিল করে দেওয়া হবে। বাজারগুলিতে কোনো অটো, টেম্পো দাঁড়াবে না। কোনো অনুষ্ঠানে ৩১ জনের বেশী আমন্ত্রিত হবে না। আর তার বেশী আমন্ত্রিত হলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে কেবলমাত্র চিকিৎসাজনিত ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=bj0PRMcgMfE