নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ১৬ ই ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারীর মধ্যে পাঁচটি পর্বে ওড়িশার পঞ্চায়েত ভোট হয়েছিল। ওড়িশায় জেলা পরিষদের মোট ৮৫২ টি আসন রয়েছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে চারিদিকে বিজেডি ঝড় বইছে।
জেলা পরিষদের ৮২৯ টি আসনের মধ্যে ৭৬৬ টি শাসক দল বিজেডি দখল করেছে। ৪২ টি আসনে বিজেপি জিতেছে। ৩৭ টি আসনে কংগ্রেস জিতেছে। আর নির্দল ও অন্যান্য দল মিলিয়ে সাতটি আসনে জিতেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে বিজেপি ওড়িশার জেলা পরিষদের ভোটে ২৯৭ টি আসন পেলেও এবার ৪২ টি আসনে নেমে এসেছে। এছাড়া কংগ্রেসেরও আসন ৬০ থেকে নেমে ৩৭ এ এসেছে। পাশাপাশি নির্দল সহ অন্যান্য ছোটো দলগুলি ১৭ টি আসন পেলেও এবার আরো ১০ টি আসন কমে ৭ টি আসনে এসে দাঁড়িয়েছে।
ভোটের ফলাফল অনুযায়ী ওড়িশার ৩০ টি জেলার প্রতিটিতেই বিজেডি বোর্ড গঠিত হতে চলেছে। গত ভোটে বিজেপি রাজ্যের আটটি জেলায় বোর্ড গঠন করেছিল। কিন্তু চলতি বছর পঞ্চায়েত ভোটে বিজেপির হাল এতটাই খারাপ যে ভদ্রক, কোরাপুট, জয়পুর, মালকানগিরির মতো প্রায় ১০ টি জেলায় একটি আসনেও জয়ী হতে পারেনি।