নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাজারহাটের লাউহাটি এলাকায় একটি বেসরকারী নার্সিং কলেজের হোস্টেলের সিক্ রুম থেকে উদ্ধার হয়েছে এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতা ২১ বছর বয়সী মহাশ্বেতা মণ্ডল জিএনএম কোর্সের তৃতীয় বর্ষের পড়ুয়া। বাড়ি হাওড়ার বাগনানে।
জানা গিয়েছে, গতকাল মহাশ্বেতা ডিউটি সেরে হোস্টেলে ফেরেন। কিন্তু রাতেরবেলা তার কোনো সন্ধান না পাওয়ায় নিরাপত্তারক্ষীরা খুঁজতে করেন। হোস্টেলের চারতলায় যে ঘরে থাকত সেখানেও না পেয়ে হোস্টেলের সিক রুমে খুঁজতে গেলে দেখা যায় যে মহাশ্বেতার মৃতদেহ ঝুলছে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর রাজারহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই নোটের এক জায়গায় লেখা রয়েছে, ‘বিভিন্ন বিষয়ে সহপাঠীরা উত্তক্ত করত’। এছাড়া ওই নোটে বেশ কয়েকজন সহপাঠীর নামও উল্লেখ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই মহাশ্বেতার পরিবার ওই বেসরকারী নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছে, “সে কলেজের একটি গ্রুপের নেত্রী ছিল। তবে এটি মেনে মহাশ্বেতার সহপাঠীরা মেনে নিতে না পেরে অনবরত উত্তক্ত করতো। এই নিয়ে মহাশ্বেতা নার্সিং কলেজের প্রিন্সপালকে অভিযোগ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি। এমনকি আজ কলেজে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয়। তবে শেষ অবধি কলেজে প্রবেশ পারলেও কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে কোনো কথা বলেনি।” আপাতত পুলিশ এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ভাবে এই মৃত্যু ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে।