বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার অসংখ্য বোমা
দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার কদমডাঙ্গা গ্রামে বিজেপি কর্মী অজিত দাসের বাড়ি থেকে প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, অজিতের বাড়িতে বেশ কয়েক জায়গায় বোমা রাখা আছে। কাঁকড়তলা থানার পুলিশ বাড়িটা ঘিরে রেখেছে। সে বোমাগুলো কি কারণবশত মজুদ করেছে পুলিশ সেই বিষয়ে খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, পুলিশ বিধানসভা ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রের কাছাকাছি থাকা জঙ্গল থেকে বোমা উদ্ধার করেছিল। আজ বোম উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এর পাশাপাশি ওই গ্রামের আরেকজন বিজেপি কর্মী কার্তিক চন্দ্র পালের বাড়ি থেকেও বেশ কিছু সকেট বোমা উদ্ধার করা হয়েছে। কাঁকড়তলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।