নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বসিরুদ্দিন মুন্সি লেন এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার মা-মেয়ের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতারা হলো ৫৫ বছর বয়সী আয়েশা খাতুন ও ৩৫ বছর বয়সী শারজাহা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছিন্না আয়েশা দেবীর দুই মেয়ে। এর মধ্যে শারজাদা আয়েশা দেবীর সাথে থাকেন। আর অন্য এক জন মেয়ে বিবাহিতা। এদিন সে মা-বোনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় ভয় পেয়ে প্রতিবেশীদের ডাকাডাকি করেন। এরপর প্রতিবেশীরা ডাকাডাকি করলেও সাড়া না দেওয়ায় হাওড়া পুলিশের কাছে খবর দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন শারজাদা একটি খাটে শুয়ে রয়েছে এবং আয়েশা দেবী মেঝেতে পড়ে রয়েছেন। দু’জনের শরীর চাদরে মোড়া। শরীরে কোনো প্রাণ নেই। পুলিশের প্রাথমিক ভাবে ধারণা, বিষক্রিয়ার ফলে মৃত্যু হতে পারে।
এদিকে আত্মীয়রা জানান, “ওই বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত। ইঁদুর মারার জন্য খাবারে রাসায়নিক মিশিয়ে রাখা হত। ফলে সেখান থেকে কোনো ভাবে বিষক্রিয়া ঘটতে পারে।” আপাতত মৃতদেহ দুটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে গোটা বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে।