নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রবীণদের পক্ষে ব্যাঙ্কে যাওয়া বেশ অসুবিধাজনক। কিন্তু বছরে অন্তত একবার জীবন প্রমাণপত্র জমা দিতে ব্যাঙ্কে যেতেই হয়। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী, চলতি বছর ৩০ শে নভেম্বরের মধ্যে জীবন প্রমাণপত্র জমা দিতে হবে।
আর এসবিআইয়ের গ্রাহক হলে বাড়িতে বসেই জীবন প্রমাণপত্র জমা দিতে পারা যাবে।
প্রবীণরা ভিডিও কলের মাধ্যমে সেই প্রমাণপত্র জমা দিতে পারবেন। আধার ও ফোন নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই পদ্ধতির নাম ‘ভিডিও লাইফসার্টিফিকেট’ দেওয়া হয়েছে।
প্রথমে স্টেট ব্যাঙ্কের পেনশন সংক্রান্ত ওয়েবসাইট (www.pensionseva.sbi) এ লগ ইন করতে হবে। এরপর ‘ভিডিও এলসি’ অপশন বেছে নিয়ে পেনশন অ্যাকাউন্টের নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণের পরে সংশ্লিষ্ট ফোনে ওটিপি আসলে তা নির্দিষ্ট স্থানে বসালে একটি নতুন পাতা খুললে ‘স্টার্ট জার্নি’ লেখায় ক্লিক করতে হবে।
তারপর ‘আই অ্যাম রেডি’ লেখায় ক্লিক করতে হবে। এই সময় হাতের কাছে প্যান নম্বর রাখতে হবে।
এই প্রক্রিয়া শেষ হলে স্টেট ব্যাংকের প্রতিনিধির সাথে ভিডিও কল শুরু হবে।
তখন ফোনে আসা চার অঙ্কের ভেরিফিকেশন নম্বরের সাথে ব্যাংক প্রতিনিধি তার কম্পিউটারে দেখানো নম্বর মিলিয়ে নেবেন। এরপরে গ্রাহকের হাতে প্যান কার্ড ধরা অবস্থায় একটি ছবি তুলে নেবেন। আর সেই ছবিই জীবন প্রমাণপত্র।