নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার থেকে জিএসটির (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) মাত্র দুটি স্ল্যাব থাকবে। প্রথমটি পাঁচ শতাংশ ও দ্বিতীয়টি আঠেরো শতাংশ। বারো এবং আঠাশ শতাংশের কোনো স্ল্যাব থাকছে না। আগামী ২২ শে সেপ্টেম্বর থেকে এই নতুন স্ল্যাব কার্যকর হবে। ফলে এই সিদ্ধান্তে স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে ছোটো ব্যবসা, পোশাক, ওষুধ ফার্মাসিউটিক্যাল ও ইন্সুরেন্স বা বিমা ক্ষেত্র বিশেষভাবে উপকৃত হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে আজ বৈঠক হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে জিএসটির মাত্র দুটি স্ল্যাবই প্রযোজ্য হবে। পাশাপাশি একটি বিশেষ স্ল্যাবও থাকবে, সেটি চল্লিশ শতাংশ অবধি হতে পারে। বারো শতাংশ এবং আঠাশ শতাংশের স্ল্যাব পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, “কৃষক ও কৃষিজাত পণ্যের উপর যে বারো শতাংশ জিএসটি ধার্য ছিল, তা কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। সিমেন্টের উপর আঠাশ শতাংশ জিএসটির পরিবর্তে আঠেরো শতাংশ জিএসটি হবে। এছাড়া মার্বেল, চামড়া ইত্যাদির উপরও জিএসটির হার কমানো হয়েছে। স্বাস্থ্য সরঞ্জাম এবং কিছু ওষুধের উপর জিএসটি আরোপ করা হবে না।” পুজোর আগে জিএসটির স্ল্যাবের এই পরিবর্তন হওয়ায় সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন।
Sponsored Ads
Display Your Ads Here