নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ব্লগারদের উপর ক্ষুব্ধ ভারতীয় রেল। অভিযোগ, ব্লগাররা রেলের নিয়মকানুন নিয়ে ইচ্ছাকৃত ভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের রেলের আধিকারিক বা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে যাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর ফলে যাত্রীদের মধ্যে রেলের নিয়ম ভাঙার প্রবণতা বাড়ছে বলে অভিযোগ রেলের। বিষয়টি নিয়ে এ বার কড়া ব্যবস্থা নিতে চলেছে দক্ষিণ রেলের চেন্নাই ডিভিশন।

রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, অনুমতি ছাড়া রেলের কোনও জায়গায় ব্লগ বা ভিডিয়ো করা শাস্তিযোগ্য অপরাধ। এই নিয়ম সকলকেই মেনে চলতে হবে। এর ফলে একদিকে যেমন ট্র্যাকে নেমে রিলস বা ভিডিয়ো বানানোর ঝুঁকি কমবে, তেমনই রেলের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর প্রবণতাও কমবে। এ ছাড়াও, স্টেশন, ইয়ার্ড এবং রেলের অন্যান্য জায়গায় ভিডিয়ো বা ছবি তোলার নিয়মও কড়া করা হবে। রেলের অভিযোগ, একাধিক ব্লগার ভিডিয়োতে দাবি করেছেন, যে সাধারণ টিকিট কেটেও নাকি এসি কামরায় যাত্রা করা যায়। এমনকি রিজার্ভেশন ছাড়া ট্রেনে উঠলে মাত্র ২৫০ টাকা জরিমানা দিলেই মিটে যায়।

অনেকে আবার বলছেন, প্ল্যাটফর্ম টিকিট কেনারও কোনও দরকার নেই। এই সব ভুয়ো তথ্য দেখে অনেক যাত্রী রেল কর্মীদের সঙ্গে অকারণে ঝামেলা করছেন। যার জেরেই, রেল কর্তৃপক্ষ আইনি সাহায্য নেওয়ার কথা ভাবছে। একই সঙ্গে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও শুরু করেছে। রেলের তরফে কড়া ভাবে জানানো হয়েছে, যেসব ব্লগার ভুল তথ্য ছড়াচ্ছেন, তাদের মধ্যে অনেকেই বিপুল সংখ্যক ফলোয়ারের মালিক। রেল তাঁদের তালিকা তৈরি করছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়াও, রেলের তরফে একটি বিশেষ X হ্যান্ডল চালু করা হয়েছে। যেখানে রেল সম্পর্কে যে কোনও ভুল তথ্য ট্যাগ করে জানানো যাবে।
Sponsored Ads
Display Your Ads Here









