নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে জানানো হয়েছে যে, এবার থেকে প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কি সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন। এই প্রকল্পের নাম প্যান ২.০ দেওয়া হয়েছে।
প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে। এছাড়া দ্রুত এবং উন্নত মানের পরিষেবা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং নিরাপত্তা আরো উন্নত হবে বলে দাবী করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনেকেই আশাবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যন্ডলে লেখেন, “প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ ও উন্নত পরিষেবা পাবেন।” কিন্তু এই প্রকল্পটির কাজ কবে কিভাবে শুরু হবে তা এখনো অবধি পরিষ্কার নয়।
Sponsored Ads
Display Your Ads Here