নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ বিকেলবেলা ৪টা ৪৫ মিনিট নাগাদ উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশন ও সূর্যকমল স্টেশনের মাঝে গুয়াহাটি থেকে রওনা দেওয়া জম্মু-তাওয়াইয়গামী লোহিত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এর জেরে ট্রেনটির দশটি বগি ইঞ্জিন থেকে একেবারে খুলে গেছে। তবে এই দুর্ঘটনায় আহত বা নিহতের কোনো খবর নেই।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রত্যক্ষদর্শীরা জানান, “আচমকা বগি এবং ইঞ্জিন আলাদা হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবার অনেকেই ট্রেনটি থেকে লাফ দিয়ে নেমে পড়েন।” ডালখোলা স্টেশনের স্টেশনমাস্টার সহ রেলের পদস্থ আধিকারিকরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আর এই দুর্ঘটনার কারণ ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করেন।