পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ মুর্শিদাবাদের জঙ্গিপুরের পর এবার দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার আমতলায় নয়া ওয়াকফ আইন বাতিলের দাবীতে আমতলা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। এতে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে এলাকায় ব্যাপক যানজটও তৈরী হয়। এমনকি পুলিশের গাড়িতেও দেদার ভাঙচুর চলে। পুলিশের উপর হামলাও চালানো হয়।
এদিকে বিক্ষোভ কর্মসূচীর শুরু থেকেই এলাকায় পুলিশের টহল চলছিল। আর কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নজরদারী চলছিল। কিন্তু এরপরেও বিক্ষোভের মাঝে বেশ কিছুজন আচমকা পুলিশের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার কিছু সময়ের মধ্যেই পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তারপর ধীরে ধীরে যান চলাচলও স্বাভাবিক করা হয়। এদিকে, আবার এদিন সকালবেলা থেকে হুগলীর চাঁপদানিতেও ওয়াকফ ইস্যুতে ব্যাপক উত্তেজনার শুরু হয়। অন্যদিকে, এদিন পার্ক সার্কাসের রাস্তা আটকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও বিক্ষোভ করতে দেখা যায়। এই বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা পুলিশের ব্যারিকেডও ভেঙে ফেলে।