নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সকালবেলা দিল্লির বিজওয়াসান এলাকায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)) সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। এই অভিযান চালানোর সময়ই ইডি আধিকারিকদের উপরে হামলা করা হয়। এই ঘটনায় ইডির অ্যাডিশনাল ডিরেক্টর আহত হয়েছেন।
সূত্রের খবর, ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা ও পার্ট টাইম চাকরীর টোপ দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারিত করা হচ্ছিল। কয়েক কোটি টাকার সাইবার প্রতারণার খোঁজ পেয়েই ইডি কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে অভিযান চালিয়েছিল। এদিন ইডি অশোক শর্মা নামক এক জন ব্যক্তির বাড়িতে হানা দিতেই, অশোকবাবু ও তার পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের উপরে হামলা করে। এর ফলে ইডির অ্যাডিশনাল ডিরেক্টর গুরুতর আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, হামলাকারীদের মধ্যে একজন হামলার পরই পালিয়ে যায়। ইতিমধ্যে ইডি আধিকারিক সহ নিরাপত্তা বাহিনী বাড়িটি ঘিরে ফেলেছে। পাশাপাশি, পুলিশের কাছে এফআইআরও দায়ের করা হয়েছে। আর পুলিশও অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here