নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার থেকে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেল লোকাল ট্রেনে টিভি বসাতে চলেছে। তাই যাত্রীরা ট্রেনে বসেই এলইডি টিভিতে নানা বিনোদনমূলক অনুষ্ঠান সহ রেলের গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ একলব্য চক্রবর্তী জানান, “আগামীকাল অর্থাৎ সোমবার সকালবেলা ১১ টায় হাওড়া স্টেশনে অনুষ্ঠানের মাধ্যমে এই নয়া প্রকল্পের সূচনা করা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রথম পূর্ব রেলে হাওড়া-বর্ধমান মেন লাইনের লোকাল ট্রেনে এই পরিষেবা চালু হতে চলেছে। রেল সূত্রে জানা যায়, আরো পঞ্চাশটি ট্রেনের প্রতিটি কামরায় চারটি করে আঠাশ ইঞ্চি টিভি বসানো হবে। একটি বেসরকারী সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই টিভিতে যে অনুষ্ঠান দেখানো হবে তার ৭০ শতাংশই ওই বেসরকারী সংস্থাটির। বাকি ৩০ শতাংশ হিসাবে রেল সম্পর্কিত নানারকম তথ্য দেওয়া হবে। যেমন পরের স্টেশন কোনটা বা কোন কোন স্টেশনে ট্রেন থামবে ইত্যাদি তথ্য।
Sponsored Ads
Display Your Ads Here
এর মাধ্যমে প্রতি বছর পূর্ব রেলের ৫০ লক্ষ টাকা উপার্জন হবে। পাঁচ বছরের জন্য রেলের তরফ থেকে ওই বেসরকারী সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। সুতরাং পাঁচ বছরে রেলের আড়াই কোটি টাকা উপার্জন হবে। পূর্ব রেল মূলত যাত্রীদের মনোরঞ্জনের জন্যই এই পরিষেবা চালু করতে চলেছে।