নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ‘‘বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না’’ -এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক এহেন মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত, গতকাল মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে আর জি করের ঘটনায় দোষীর ফের ফাঁসির দাবী করেন। এরপর বিজেপিকে আক্রমণ করে বাংলাদেশের প্রসঙ্গ টেনে জানান, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনো রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে আসাম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তরপ্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেমে থাকবে না। দিল্লি থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।”
Sponsored Ads
Display Your Ads Here
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধীতা করে একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরব হন। পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয়ে বলেন, “দিদি, আপনার এত সাহস হলো কিভাবে, যে আসামকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না।”
Sponsored Ads
Display Your Ads Here