এবার অগ্নিমিত্রা পালের নামে সম্পত্তি গোপন করার অভিযোগ উঠলো

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ লোকসভা ভোটে অগ্নিমিত্রা পাল প্রার্থী হওয়ার সময় যে হলফনামা দাখিল করেছিলেন, তাতে সম্পত্তির কথা গোপন করার অভিযোগ উঠলো। গত মঙ্গলবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায় নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে এই মর্মে চিঠি দিয়েছেন। এমনকি হলফনামায় নিজের স্বামীর আয়ের হিসাবও উল্লেখ করেননি বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, ২০২৪ সালে অগ্নিমিত্রা পাল ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন।

শ্যামলবাবু মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে যে চিঠি লেখেন, তাতে লেখা, ‘২০২৪ সালে লোকসভা ভোটের আগে অগ্নিমিত্রা পাল প্রার্থী হিসাবে যে হলফনামা জমা করেছিলেন, তাতে নিজের কিছু সম্পত্তির কথা গোপন করেছিলেন। তাঁর এই পদক্ষেপ ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ৩৩এ ধারার পরিপন্থী। এছাড়া অগ্নিমিত্রা পালের কলকাতার বালিগঞ্জে ১৩০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। যার ঠিকানা ৫০বি হাজরা রোড। ওই ফ্ল্যাট কলকাতা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে রয়েছে।


আর ওই একই ঠিকানায় তাঁর নামে দু’শো বর্গফুটের একটি গ্যারাজও রয়েছে। ২০২২ সালের ৮ ই জুলাই অগ্নিমিত্রা পালের নামে ওই সম্পত্তির নথিভুক্তকরণ হয়েছে। এছাড়া, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অগ্নিমিত্রা পাল যে হলফনামা পেশ করেছিলেন, তাতে এই সম্পত্তি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ করেননি। এর মাধ্যমে তিনি জন প্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন।


পাশাপাশি, স্বামী পার্থ পালের আয়ের হিসাবও হলফনামায় দেননি। হলফনামায় দেখা গিয়েছে, অগ্নিমিত্রা পালের স্বামীর ২০১৮-১৯, ২০২৯-২০ অর্থবর্ষের আয়ের হিসাব দাখিল করেছেন। কিন্তু ২০২০-২০, ২০২১-২২, ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের হিসাব উল্লেখ করা হয়নি। এই সব বিষয় শ্যামলবাবু অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন। আর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জিও জানিয়েছেন। আর দাবীর প্রমাণ সাপেক্ষে কিছু নথিও নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930