নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার হরিশচন্দ্রপুরের হলদিবাড়ির একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ক্লাস না হলেও নিয়মিত শিক্ষকেরা বিদ্যালয়ে ন্যায্য মূল্যের দোকান খুলে চালান। শুক্রবার অভিভাবকেরা এই সব অভিযোগ তুলে শিক্ষকদের ঘিরে রেখে বিক্ষোভ দেখান।
অভিযোগ ওঠে যে, বিদ্যালয় খোলার আগে ঠিক মতো প্রার্থনাও হয় না। জাতীয় সঙ্গীত চলাকালীন শিক্ষকেরা বসে থাকেন। এর পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষক তথা হরিশ্চন্দ্রপুর এক নম্বর (বি) ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস নিয়মিত বিদ্যালয় আসেন না। এছাড়া আরেক শিক্ষক হিমাংশু দাস ও তার স্ত্রী পিঙ্কি দাস বিদ্যালয়ের ভেতরে দোকান খুলেছেন।
এমনকি ক্লাস না করিয়ে পড়ুয়াদের দোকানে বসানো হচ্ছে। প্রত্যেকদিন এমন ঘটনা দেখে এদিন শিক্ষকেরা বিদ্যালয়ে আসতেই ক্ষুব্ধ অভিভাবকেরা শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিন্তু অভিযুক্ত মানিকবাবুর দাবী, ‘‘এই সমস্ত অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রত্যেকদিন বিদ্যালয়ে আসি।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিরোধী দলের সাথে যুক্ত। আর ন্যায্যমূল্যের দোকানের ব্যাপারে কিছু বলতে পারব না। এটা প্রধানশিক্ষক বলবেন।’’ বিক্ষোভ চলাকালীন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক সাদিকুল হকের দেখা পাওয়া যায়নি। পরেও যোগাযোগ করা যায়নি।
অন্য দিকে, স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন। বিজেপি নেতা কিষাণ কেডিয়া জানান, ‘‘তৃণমূল আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।’’ এই পুরো ঘটনায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে।