Indian Prime Time
True News only ....

নোয়েল টাটা হলেন টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান

- sponsored -

- sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রয়াত রতন টাটার উত্তরসূরি হিসেবে নোয়েল টাটা টাটা ট্রাস্টের কর্ণধার হলেন। আজ একটি বৈঠকে সর্বসম্মতিক্রমে রতন টাটার সৎভাই নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। এই টাটা ট্রাস্ট হলো টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার হোল্ডার। আর এই নোয়েল টাটা রতন টাটার বাবা নভল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান।

সন্তানহীন রতন টাটার উত্তরসূরী কে হবেন, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনা। এই আবহে নোয়েল টাটা ও তাঁর সন্তানদের নাম সামনে এসেছিল। আর এদিন রতন টাটার স্থলাভিষিক্ত হলেন নোয়েল টাটা। নোয়েল টাটা এবং তাঁর সন্তানরা (লেয়া, মায়া ও নেভিল) টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় শীর্ষ স্থানীয় পদে আছেন। ২০১৪ সালে নোয়েল টাটা ‘ট্রেন্ট লিমিটেড’ এর চেয়ারম্যান হন। এরপর দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি হতে থাকে। গত এক দশকে যার শেয়ারের দর ছ’হাজার শতাংশের বেশী বেড়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এর আগে নোয়েল টাটা ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’ এ ছিলেন। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল অবধি কাজ করেন। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ পঞ্চাশ কোটি ডলার থেকে একলাফে তিনশো কোটি ডলারে পৌঁছে যায়। বর্তমানে তিনি টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। নোয়েল টাটা ওয়েস্টসাইড, জুডিওর মালিক সংস্থা ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল, ভোল্টাস সহ টাটা ইনভেস্টমেন্ট সংস্থার চেয়ারম্যান পদে আছেন। এছাড়া টাইটান এবং টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান পদেও আছেন।

টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এই প্রসঙ্গে জানান, ‘‘নোয়েল খুব ভালো ও বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড়ো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতাও রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রাও সংযোজন করতে পারবেন। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরী।’’ উল্লেখ্য, নোয়েল টাটা সাসেক্স ইউনিভার্সিটি (ইউকে) থেকে স্নাতক ও ফ্রান্সের INSEAD থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (IEP) সম্পন্ন করেছেন। এর আগে ব্রিটেনের নেসলেতে কাজ করেছেন। তিনি আসলে একজন আইরিশ নাগরিক। পালোনজি মিস্ত্রির কন্যাকে বিয়ে করেছেন। যিনি টাটা সন্সের একক বৃহত্তম শেয়ার হোল্ডার ছিলেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored