চয়ন রায়ঃ এবার থেকে বিনা হেলমেটে মোটরবাইক আরোহীদের পেট্রোল পাম্প থেকে পেট্রোল দেওয়ার ক্ষেত্রে নিষেধ আরোপ করল কলকাতা পুলিশ। এরফলে যেকোনো দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব।
কলকাতা পুলিশ কমিশনার অনুজ শরমা জানালেন, “প্রায়শই হেলমেট ছাড়া দুচাকার গাড়ি চালানোর ঘটনা নজরে আসে। আর এখন “নো হেলমেট নো পেট্রোল” এই জাতীয় বিধি উপেক্ষা করার ঘটনা প্রচুর পরিমাণে বেড়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে একাধিক মামলা রুজু করার পরও হেলমেটবিহীন গাড়ি চালিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে।
এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই ধরণের নিয়ম-নীতি জারি করা হয়েছিল কিন্তু এই নিয়ম বেশীদিন ফলপ্রসূ না হওয়ায় ফের এই “নো হেলমেট নো পেট্রোল” আইনটি কার্যকর করা হয়েছে। আর এই আইন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে গুরুতর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশী তরফে জানানো হয়েছে।