নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটি সরকারী পরিষেবা প্রদান কর্মসূচীতে গিয়ে জানান, ‘‘পাহাড়ে বন্ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, ‘‘উন্নয়নের জন্য নয়, পাহাড়ে বন্ধের নামে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে কোনো বন্ধ-টন্ধ হবে না। বন্ধ করলে সমর্থন করা হবে না। বন্ধের আহ্বায়ক জিটিএ বিরোধী বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে পাহাড়ে কোনো বন্ধ হবে না।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
‘‘আর ২৩ শে ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রশাসনের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে যে, কেউ যদি বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যায়, সে আন্দোলন করতেই পারেন। কিন্তু আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’’
প্রসঙ্গত, ২৩ শে ফেব্রুয়ারী বুধবার থেকে জিটিএ বিরোধী পক্ষ বিধানসভায় পাশ হওয়া ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের’ বিরোধীতায় পাহাড়ে ১২ ঘণ্টায় বন্ধ ডেকেছে। তাতে বিনয় তামাং এবং হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড সহ জিটিএর সাত জন সদস্য আপাতত দার্জিলিঙের ভানু ভবনের সামনে ২৪ ঘণ্টার অনশন শুরু করেছেন।