মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিজেপির ডাকা বাংলা বন্ধের দিনে উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় নগেন্দ্রপুর অঞ্চলের তৃণমূলের সম্পাদক প্রদীপ মণ্ডল ও তার দলবলের বিরুদ্ধে দু’জন বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি এবং বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছিল। এই হামলায় ওই দু’জন নেতা আহত হয়েছিলেন বলে বিজেপি দাবী করেছিল। আর আজ ওই ঘটনার তদন্তে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ফরেন্সিক দলকে সাথে নিয়ে ভাটপাড়ায় হাজির হয়।
উল্লেখ্য, আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঘটনার প্রতিবাদে ‘ছাত্র সমাজ’ নামে একটি মঞ্চ নবান্ন অভিযান করেছিল। বিজেপি এই অভিযানে সরাসরি যুক্ত না থাকলেও, বাইরে থেকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। মিছিলে আন্দোলনকারীদের ব্যারিকেড ভাঙতে ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায়। এতে বহু পুলিশকর্মী রক্তাক্ত হন। পাল্টা পুলিশও জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে। কয়েক জায়গায় লাঠিচার্জও করে। এরপর গত ২৮ শে আগস্ট বিজেপি এদিনের ঘটনার প্রতিবাদে বাংলা বন্ধ ডেকেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
সেদিন ভাটপাড়ায় বিজেপি নেতা অর্জুন সিংহের ঘনিষ্ঠ বিজেপি নেতা রবি সিংহ ও প্রিয়াঙ্কু পাণ্ডে গাড়ি করে বাড়ি ফেরার সময় তাদের গাড়ি লক্ষ্য করে গুলি এবং বোমা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্তত ছ’ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। এদিকে, অর্জুন সিংহ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেছিলেন, ‘‘পুলিশ তৃণমূলের তাঁবেদারি করছে। আর কোথায় থাকবে! কত দিন আর এই দালালি চলবে? সব শেষ হয়ে গেছে সব।’’ যদিও তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here