রায়া দাসঃ কলকাতাঃ আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকের মাধ্যমে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন। ঘোষণায় জানান, “২০২৫ সালে ৩ রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর ১৮ ই মার্চ শেষ হবে।”
ব্রাত্য বসু এও জানান, “এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যে মোট ৪১ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে ১৬ জন ছাত্র ও ২৫ জন ছাত্রী। এই পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোন পাওয়া গিয়েছিল। তবে সংসদের অভিযোগ, “মোবাইল সরবরাহ করার ক্ষেত্রে শিক্ষাকর্মীরাও জড়িত ছিলেন।” ফলে সেই অভিযোগ পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here