নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের দিনহাটা হাসপাতালে ঘটে গেল এক শিউরে ওঠার মতো ঘটনা। শিশু জন্মের পর সদ্যোজাতকে দেখতে চাইলে হাসপাতালের তরফে নানা গড়িমসি চলতে থাকে। এরপর রোগীর পরিবার এই নিয়ে সরব হতেই চিকিৎসক সদ্যোজাত সন্তানকে সামনে নিয়ে আসতেই সকলে একেবারে হতবাক। দেখেন, সদ্যজাতের মাথায় ব্যান্ডেজ। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।

জানা যাচ্ছে, দিনহাটা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বিউটি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। গতকাল অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। কিন্তু অভিযোগ ওঠে, সন্তান জন্মের পর বিউটির পরিবার সদ্যোজাতকে দেখতে চাইলে চিকিৎসকেরা টালবাহানা শুরু করেন। পরে পরিবারের সদস্যদের জোরাজুরিতে সদ্যজাতকে দেখানো হয়। তখন দেখা গিয়েছে, বাচ্চার মাথার অনেকটা অংশ কেটে গিয়েছে। আর সেটা ব্যান্ডেজ করা অবস্থায় রয়েছে।

তারপরই হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। দিনহাটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সাথে মহিলার স্বামী সালাম মিঞা থানায় অভিযোগ দায়ের করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিউটির ক্রিটিকাল ডেলিভারি ছিল। অস্ত্রোপচারের সময় কোনো কারণে ধারালো অস্ত্র সদ্যজাতের কপালের দিকে লাগে। এর জেরে কপালে দু’টি সেলাই পড়ে। বর্তমানে মা এবং সন্তান উভয়ই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here












