নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ সাতসকালবেলা ধান খেত থেকে উদ্ধার হলো সদ্যোজাত শিশুকন্যার নিথর দেহ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রামে।

সূত্রের খবর, এ দিন ধান কাটতে এসে স্থানীয় কয়েকজন একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন ধান খেতের মধ্যে। কৌতূহলবশত তাঁরা ব্যাগটি খুলতেই নজরে আসে এক শিশুকন্যার নিথর দেহ। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের সন্দেহ, ওই শিশুটিকে খুন করার পরে তার দেহ ব্যাগের মধ্যে রেখে ফেলে যাওয়া হয়েছে ওই ধানক্ষেতে। এখনও পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের দাবি, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। অনেকে আশঙ্কা করছেন, হয়তো কন্যা সন্তান বলেই এ ভাবে খুন করে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। ভিঙ্গল গ্রামের বাসিন্দা শেখ আলম বলেন, ‘এ ভাবে শিশুটিকে খুন করে ফেলে যাওয়া অত্যন্ত খারাপ ও অমানবিক কাজ। গ্রামের সকলে শিশুটির মৃত্যুর খবর শুনে সেখানে ছুটে যান। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’ যদিও এখনও পর্যন্ত শিশুটির মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
Sponsored Ads
Display Your Ads Here









