নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরোনো গার্লস হোস্টেলের পাশে একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুর মৃতদেহ। শিশুটির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, সোমবার সকালে এক অ্যাম্বুলেন্স চালক মেডিকেল কলেজের পুরোনো গার্লস হস্টেলের পাশে গাড়ি রাখতে গিয়েছিলেন। সেইসময় তিনি জলের ট্যাঙ্কের মধ্যে সদ্যোজাতের মৃতদেহ দেখতে পান।এরপরই তড়িঘড়ি অ্যাম্বুলেন্স চালক পুলিশকে খবর দেন। খবর পেয়েই উত্তরবঙ্গ মেডিকেল ফাঁড়ির পুলিশ এবং শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে।
Sponsored Ads
Display Your Ads Here
এই মর্মান্তিক ঘটনায় ওই শিশুটির পরিবার দায়ী না হাসপাতালের গাফিলতির জন্য ঘটনাটি ঘটেছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কিংবা এই ঘটনায় অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।