চয়ন রায়ঃ কলকাতাঃ জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষার সাথে উচ্চ-মাধ্যমিকের দিন এক হয়ে যাওয়ায় উচ্চ-মাধ্যমিকের রুটিনে পরিবর্তন এসেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মুখ্যসচিব, স্কুল শিক্ষা সচীব ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা উপস্থিতিতে নবান্নে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে উচ্চ-মাধ্যমিকের সময়সূচীর তারিখ ঘোষণা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে প্রায় ৩ লক্ষ ছাত্র এবং ৪ লক্ষের কাছাকাছি ছাত্রী। আর ৬ হাজার ৭২৭ টি পরীক্ষা কেন্দ্র আছে। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা অবধি পরীক্ষা হবে।”
২ রা এপ্রিল প্রথম ভাষা।
৪ ঠা এপ্রিল দ্বিতীয় ভাষা।
৫ ই এপ্রিল বৃত্তিমূলক পরীক্ষা।
১৬ ই এপ্রিল অঙ্ক পরীক্ষা।
১৮ ই এপ্রিল অর্থনীতির পরীক্ষা।
১৯ শে এপ্রিল কম্পিউটার সায়েন্স।
২০ শে এপ্রিল কমার্শিয়াল ল।
২২ শে এপ্রিল পদার্থ বিজ্ঞান।
২৩ শে এপ্রিল স্যাটিসটিকস।
২৬ শে এপ্রি্ল রসায়ন পরীক্ষা।
২৭ শে এপ্রিল বায়োলজিক্যাল সায়েন্স।
এর পাশাপাশি জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ১৬ ই এপ্রিল থেকে ২১ শে এপ্রিলের পরিবর্তে ২১ শে এপ্রিল থেকে ৪ ঠা মে পর্যন্ত চলবে।