অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেহালায় শিশু মৃত্যুর জেরে এবার কলকাতায় ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক এবং লরি চলাচলের ক্ষেত্রে নতুন বিধি চালু হয়েছে। কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘সকালবেলা ৬টা থেকে রাতেরবেলা ১০টা অবধি এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না।’
কারণ সকালবেলা ৭টা ৩০ মিনিট বা ৮টা থেকে কলকাতায় একাধিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। তাই এই সময় ট্রাক ও লরি চলাচল করলে স্বাভাবিক ভাবেই দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। তবে পুরোনো নির্দেশিকা অনুযায়ী রাতেরবেলা ১০ টা থেকে সকালবেলা ৮ টা পর্যন্ত কেবলমাত্র পচনশীল এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক ও লরি চলাচল করতে পারবে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু কলকাতা বন্দর এলাকায় কলকারখানা থাকায় ওই এলাকাতেও নতুন নির্দেশিকা কার্যকর হবে না। আর বিদ্যালয় বলতেও সেখানে তেমন কিছু নেই। তাই সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here