নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের হিলিতে পোস্ট অফিস থাকলেও দীর্ঘদিন ধরে তার নিজস্ব ভবন না থাকায় এলাকাবাসীদের পায়ে হেঁটে অনেক পরিশ্রম করে দীর্ঘ পথ যেতে হতো। এরপর সেখানে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হত।
তবে এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে এলাকায় নতুন পোস্ট অফিস উদ্বোধন হয়েছে৷ পাশাপাশি এদিন এই শুভক্ষণে শ্রী নীরজ কুমার, তপন বিধানসভার বিধায়ক ও কর্ণেল তথা পোস্ট অফিসের উত্তরবঙ্গের আধিকারিক অখিলেশ কুমার পাণ্ডে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিনিস্ট্রি অফ পোস্টের তরফ থেকে প্রায় ২৫ লক্ষ টাকার বিনিময়ে এই ডাকঘর নির্মাণ করা হয়।
ডাকঘরে চিঠি আদান-প্রদান সহ আধারের কাজ এবং ব্যাংকের কাজও করা হবে। এদিন সুকান্ত মজুমদার পোস্ট অফিস উদ্বোধনের সাথে সাথে জনসাধারণকে বেসরকারী জায়গায় পুঁজি রাখার পরিবর্তে ডাকঘরে রাখার আবেদন জানান। এতে টাকা সুরক্ষিত থাকবে বলে আশ্বাসও দিয়েছেন। অন্যদিকে, এদিন তিন জন গ্রাহকের হাতে ডাকঘরের বইও তুলে দেওয়া হয়েছে।
এই বহু সময় অপেক্ষার পর ডাকঘর নির্মিত হওয়ায় এলাকাবাসীদের অনেক সুবিধা হয়েছে। ফলে আর সময় নষ্ট না করে প্রধান ডাকঘরে যেতে হবে না। দীর্ঘ দিনের এই সমস্যার সমাধানে এলাকাবাসীরা অত্যন্ত খুশী হয়েছেন৷ এছাড়াও এদিন চকভৃগুতে আরো একটি ডাকঘরের উদ্বোধন করা হয়।