নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ওড়িশার বালেশ্বরে সাবিরা স্টেশনের কাছে নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) ওমপ্রকাশ চরণ এই দুর্ঘটনার কথা জানিয়েছেন।
রেল সূত্রে খবর, ট্রেনটি লাইনচ্যুত হয়ে বিদ্যুৎয়ের খুঁটিতে ধাক্কা মারে। এর জেরে ট্রেনের ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। তবে বড়ো কোনো ক্ষতি না হলেও ট্রেনটি বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে রেললাইনে নেমে পড়েন। আর রেলের আধিকারিকেরাও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এই দুর্ঘটনাটি সঠিক কি কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here