Indian Prime Time
True News only ....

পামেলা কাণ্ডে উঠে এলো নতুন তথ্য

- sponsored -

- sponsored -

ADVERTISMENT

ADVERTISMENT

পিঙ্কি পালঃ কলকাতাঃ পামেলা কাণ্ডের তদন্তে নিত্যদিন পুলিশের হাতে নতুন নতুন তথ্য উঠে আসছে। গত ১৯ শে ফেব্রুয়ারী নিউ আলিপুর থেকে বিজেপির হুগলি জেলার পর্যবেক্ষক ও যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামীকে ১০ লক্ষ টাকার কোকেন সহ গ্রেপ্তার করে পুলিশ। আর এখনো অবধি পামেলা গোস্বামীর মামলায় জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

পামেলার গ্রেপ্তারের পরের দিনই আদালত চত্বরে জানান, “তাঁকে বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয়ের ঘনিষ্ঠ রাকেশ সিং ফাঁসিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে বার বার গুরুতর অভিযোগ এনেছেন”।

তাই পুলিশ তদন্তের স্বার্থে রকেশ সিংকে হাজিরা দিতে বললে তিনি বলেছেন, “আমি দিল্লিতে কাজের জন্য হাজিরা দিতে পারবেন না”। এমনকি তিনি বারবার অভিযোগ করেছিলেন “পামেলা আমার বোনের মতো ছিল। কিন্তু বহুদিন তাঁদের কোনো যোগাযোগ নেই। পুলিশ পামেলাকে দিয়ে জোর করে সাজানো বয়ান বলিয়ে নিচ্ছে”।

- Sponsored -

- Sponsored -

তবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বর্ধমানের গলসি থেকে রাকেশ সিংকে আটক করে। এরপর ধীরে ধীরে রাকেশ ঘনিষ্ঠ জিতেন্দ্র কুমার সিং ও সুরজকুমার শাহ্ নামক এক ব্যক্তিও আটক হন।

পুলিশ সূত্রে জানা যায়, পামেলা গোস্বামী ধরা পরার দিনে তাঁর সঙ্গে অমৃত নামের একজন ব্যক্তি ছিলেন। তাঁর খোঁজ করতে গিয়ে সুরজের নাম পাওয়া যায়। তারপরই তাকে আটক করা হয়। এদিকে সুরজের বাইকে চেপেই অমৃত পালিয়ে যায়। এখনো পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এবার মাদক মামলায় পুলিশ প্রিয়াঙ্কা সিংহ নামের একজনকে গ্রেপ্তার করেছে।

আজ তাকে আদালতে তোলা হবে। পুলিশের দাবী যে, প্রিয়াঙ্কা রাকেশ এবং মাদক কারবার কারীদের মধ্যস্থতা করতেন। তাকে কাজে লাগিয়েই রাকেশ সিং মাদক আনতেন। এই নিয়ে মাদক মামলা কাণ্ডে কলকাতা পুলিশ মোট ৫ জনকে গ্রেপ্তার করলো।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored