চয়ন রায়ঃ কলকাতাঃ কথায় কথায় ‘যাব না…’, হলুদ ট্যাক্সি চালকদের এই এক বাক্যের কারণেই শহরবাসী ধীরে ধীরে উবার, ওলার মতো অ্যাপ-ক্যাবের দিকে ঝুঁকেছিল। কিন্তু সম্প্রতি অ্যাব-ক্যাব চালকদের মধ্যেও এই রোগ দেখা গিয়েছে। ফলে রাজ্য সরকার অ্যাপ-ক্যাব চালক ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করতে একটি নির্দেশিকা জারি করছে।
নবান্নের তরফে ২২ পৃষ্ঠার জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, হলুদ ট্যাক্সির ভাড়াকে ভিত্তি করে ৫০ অবধি কম ভাড়া ধার্য করা যাবে। আর রাইড বাতিল করলে চালককে ১০০ টাকা জরিমানা দিতে হবে। চালকদের জন্য ন্যূনতম ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ও ১০ লক্ষ টাকার মেয়াদি বিমার ব্যবস্থা করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া অ্যাপ ক্যাবে প্যানিক বোতাম রাখা বাধ্যতামূলক। যাত্রীরা যেকোনো সমস্যা অথবা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লে প্যানিক বোতাম টিপে পুলিশের কাছে খবর দিতে পারবেন। এই অ্যালার্মের মাধ্যমে পুলিশ সংশ্লিষ্ট ক্যাবের লোকেশন ট্র্যাক করে অতি সহজেই ঘটনাস্থলে পৌঁছাতে পারবেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি যাত্রী পরিষেবার মান আরো উন্নত করতে চালকদের যাত্রীদের সাথে কিভাবে আচরণ করা উচিত সেই বিষয়ে অবগত করতে বাধ্যতামূলক ভাবে ছ’দিন কিংবা প্রায় ৩০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here